বাণিজ্য উপদেষ্টার সাথে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের বৈঠক
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার Derek Loh Eu-Tse বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের আরো উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে সিঙ্গাপুর নিজ দেশে ও বর্হিবিশ্বে সেবা প্রদানের ক্ষেত্রে অনুকরণীয়। দেশটির কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে। তিনি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেন।
অনাবাসিক হাইকমিশনার Derek Loh Eu-Tse বলেন, বাণিজ্য সক্ষমতা বাড়াতে তাঁর দেশ বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তিগত সুবিধা ও এর সাথে নিয়োজিতদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে সিঙ্গাপুর সহযোগিতা করতে প্রস্তুত বলে তিনি জানান।
বৈঠকে মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, যুগ্মসচিব শিবির বিচিত্র বড়ুয়া এবং সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স Mitchel Lee উপস্থিত ছিলেন।
সূত্রঃ পিআইডি